মৌলভীবাজারে কওমী মাদ্রাসায় হামলা, ব্যাপক ভাংচুর : আহত ৩ (ভিডিও)
ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মাদ্রসায় হামলা চালিয়েছে এলাকার একদল উশৃঙ্খল যুবক।
বুধবার সকাল ৮টার দিকে উশৃঙ্খল যুবকরা জামেয়া রহমানিয়া মাদ্রাসার দেয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ করে একটি মাইক্রোবাস, একটি মটর সাইকেল ও মাদ্রাসার জানালার গ্লাস ভাংচুর করে। পরে হামলাকারীরা মাদ্রাসা এলাকায় টিন সেডের তৈরী একটি হিফজ খানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় হিফজ খানা রক্ষা করতে গেলে মাদ্রাসার তিন শিক্ষক আহত হন। আহতরা হলেন হাফিজ হিফজুর রহমান, হাফিজ আব্দুল্লাহ ও মাওলানা ইয়াহিয়া।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক জানান গত সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে মাদ্রাসায় অনুষ্ঠিত ওয়াজে মিলাদ পড়া না পড়া ও ঢাকার শাপলা চত্তরে ঘটনা নিয়ে কিছু মন্তব্যের জের ধরে এ হামলা হয়েছে।
পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ৩ জনকে গ্রেফতার করে। আটকৃতরা হলেন জুমাদ মিয়া (২৯), শফিকুল ইসলাম (৩০) ও আবু বকর সিদ্দিকী (৩৫)। তাদের বাড়ী পার্শ্ববর্তী মোস্তফাপুর এলাকায়। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।