যাদের রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি তারা চির স্মরনীয়

হেতিমগঞ্জে পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি:- বায়ান্নোর ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের বিশ্ববাসী শ্রদ্ধা ভরে স্মরণ করবে। যাদের প্রানের বিনিময়ে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে পেয়েছি তাদের কথা কিছুতেই ভুলে যাবার নয়। তাঁরা যেমন বাঙ্গালী জাতির কাছে অবিস্মরণীয়, তেমনি স্মরণীয় বিশ্ব দরবারে। তাই একুশে ফেব্রুয়ারী বিশ্বের কাছে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃত। অগ্রদূত ইয়াং জেনারেশন সমাজ কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
গত একুশ ফেব্রুয়ারী মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সন্ধ্যা ৭ ঘটিকার সময় মোলাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সংস্থার অভিষেক অনুষ্ঠান ও সংগীত সন্ধ্যা।
সংস্থার সভাপতি মনজুর হোসেন খাঁনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল খালিকের উপস্থাপনায় ও সদস্য মামুন আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাহিত্য ও গবেষণা সম্পাদক তারেক হাসান রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট পলী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালনা পর্ষদের সচিব সাংবাদিক আব্দুল আহাদ, ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এড. মামুন আহমদ রিপন, বিশিষ্ট সমবায়ী ব্যক্তিত্ব নূরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীন মুরব্বি মাহবুবুর রহমান মানিক, আব্দুল হান্নান, মোলাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোস্তাক আহমদ, সংস্থার সহ সভাপতি ময়নুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন রনি, দপ্তর সম্পাদক আবু তারেক, কোষাধ্যক্ষ ইব্রাহিম বিন তায়্যিব, প্রচার সম্পাদক মো. ইয়াসিন, প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন, নির্বাহী সদস্য জিলুর রহমান, সাহনুর রহমান নোমান, শহিদুল ইসলাম জাহেদ, জুবেল আহমদ, মো. আব্দুলাহ, ঈমন আহমদ, ইব্রাহিম রাব্বি, নান্টু চন্দ্র মালাকার, লাহিন আহমদ রাসেল, কামরুল ইসলাম, সাধারণ সদস্য নয়ন, চয়ন, কামরুল, আল-আমিন প্রমুখ।
অবশেষে অনুষ্ঠানের ২য় অধিবেশনে সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল খালিক সহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা গান মঞ্চস্থ করেন।