মাতৃভাষা দিবসে বাসদ সিলেট জেলার পুষ্পস্তবক অর্পন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে রোববার প্রথম পহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পনের পূর্বে দলীয় কার্যালয়ে ভাষা দিবস উপলক্ষে বাসদ জেলা শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজাতান্ত্রিক শ্রমিকফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, মামুন বেপারী, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সিলেটের সংগঠক নাজিকুল ইসলাম রানা, ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দ, সাধারণ সম্পাদক আজহারুল হক সাকিব, এম.সি কলেজ শাখা সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ, ছাত্রনেতা সুজন দেব, আশিক মোস্তফা, সাজ্জাদ আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট তৈরী হয়েছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আজ সারা বিশ্বে আমাদের ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। কিন্তু আজো ক্ষুদ্র জাতিগোষ্ঠি কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। এগুলো সংরক্ষণ করা এখন সময়ের দাবী। বাংলা ভাষা বিকৃতি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।