গোলাপগঞ্জের মুকিতলায় গ্রামবাংলা হা ডু-ডু টুর্ণামেন্ট সম্পন্ন

Sports of hokiগোলাপগঞ্জ প্রতিনিধিঃ বিশিষ্ট ক্রীড়া সংগঠক, গোলাপগঞ্জ ক্লাবের সভাপতি ছায়েম আহমদ চৌধুরী বলেছেন, খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে।খেলাধুলার মাধ্যমে অনৈতিকতা দুর হয়, এ জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। হা-ডু-ডু গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। বর্তমানে এ খেলা বিলীন হওয়ার পথে।তাই বাঙ্গালীর ঐতিহ্যের এ খেলাকে আঁকড়ে ধরে রাখতে হবে। তিনি রবিবার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউপির রবিবারী বাজার মুকিতলা স্কুল সংলগ্ন মাঠে ফ্রেন্ড স্টাফ বৃহত্তর লক্ষণাবন্দ ইউপির উদ্যোগে আয়োজিত দিনব্যপী দ্বিতীয় গ্রামবাংলা হা-ডু-ডু টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে রবিবার বিকাল ৫টায় পুরষ্কার বিতরণি অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সাবেক কৃতি খেলোয়াড় ছালিক আহমদের সভাপতিত্বে ও শিপু আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামীলীগ নেতা লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দীন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহিদুর রহমান সুহেদ, ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ইমাম উদ্দীন কনাই,ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকের আহমদ,গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নোমান মাহফুজ,প্রচার সম্পাদক জাহিদ উদ্দিন, আবু তালিব হারুন, খালিদ আহমদ প্রমুখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তায়েফ আহমদ,সুমেল আহমদ, সাহেদ আহমদ,ডালিম আহমদ,জুয়েল আহমদ,ওয়ালিদ আহমদ,ছোটন আহমদ প্রমুখ।ফাইনাল খেলায় তায়েফ ব্রাদার্স ২৭ পয়েন্ট নিয়ে জয়লাভ করে।২০ পয়েন্টে রানার্সআপ হয় এমকে মুকিতলা।খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।