ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সম্পাদকীয় পদে সিলেটের যারা
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখহাসিনা। সোমবার সন্ধ্যায় ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সিলেটভিউ২৪ডটকম-কে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন।
বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা অনুমোদনকৃত কমিটিতে সিলেটের ৬ নেতা স্থান পেয়েছেন।
তারা হলেন -সহ-সভাপতি পদে আসাদুজ্জামান আসাদ (শাবি), উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম ফয়সাল (সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি), উপ-কৃষি বিষয়ক সম্পাদক শামীমুলাহ ( সিলেট কৃষি বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি), উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মাহিবুল হাসান মুকিত (শাবিপ্রবি ছাত্রলীগ নেতা), উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক রহমত উল্লাহ শাকুর (শাবিপ্রবি ছাত্রলীগ নেতা), সহ-সম্পাদক শহীদ চৌধুরী।
প্রসঙ্গত, গত বছরের ২৬ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সাইফুর রহমান সোহাগ সভাপতি ও জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।