শহীদ স্মরণে মুক্তাক্ষরের আবৃত্তি ও সংগীত পরিবেশন
প্রকৃতিতে যখন নবীনের উন্মেষের আনন্দ উচ্ছাস, তখনই এক মর্মমূল ছেঁড়া বেদনার ঘটনা ঘটেছিল এই বাংলায়। সেই ভাষা শহীদদের স্মরণে গত ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করে মুক্তাক্ষর। মাতৃভাষা মর্যাদা ধারণ করার লক্ষে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর বিকাল সাড়ে ৪টায় তাদের সম্পাদন উপস্থাপন করে। বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় দেশের গান ভাষা আন্দোলনের ও একুশের কবিতা আবৃত্তি করে। সংগীত পরিবেশন করেন বিপ্রদীপ, হিমেল, রবিন, ফাহরিন, টিপু ও পুজা। বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন সাদিয়া, ফারজানা, ফারহানা, সিনথিয়া, বুশরা, রাফী, রাদি, শাহরিয়ার, ইভান, সুপাথ, রাজ, বৃষ্টি ও প্রিয়া শ্রী কর পিউ। উপস্থাপনায় দিপীকা রানী দে ও তাহিয়া ইয়াসমিন মিম। উক্ত অনুষ্ঠানে মুক্তাক্ষরের শিক্ষার্থীদের অভিভাবক সহ কলাকৌশলীরা উপস্থিত ছিলেন।