ভাষা শহীদের প্রতি ম ম কলেজ ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের প্রতি ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জালী নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা আবুল হোসেন, নজরুল ইসলাম, ইবনে জাহান তানভীর, পারভেজ আহমদ, ফাহিম আহমেদ, সন্তুষ সেনাপতি, তনুকর, শুকুর, পাবেল আহমদ, সাগর দে, শান্ত দাস, অপু চন্দ্র. ফাহাদ আহমেদ, সুমন আহমদ প্রমুখ।