খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে : অধ্যাপক শাহেলা খাতুন
সিলেটে এ ধরণের খেলার আয়োজন করলে সিলেটসহ সারা বাংলাদেশে অগ্রণী ভূমিকা রাখবে এই ধরনের টুর্নামেন্ট। এসব খেলাধুলার মাধ্যমে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মুলক কর্মকান্ড থেকে যুবসমাজকে দুরে রাখে। সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মন তাকে উৎফুল্ল। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদুর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আজ যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন আমি তাদের আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরও বেশি করে এই সব খেলাধুলার আয়োজন করে তারা সিলেটসহ বাংলাদেশের ক্রীড়াঙ্গানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি মনে করি। পূর্বমীরাবাজার পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে শুক্রবার রাতে জমসেদ সিরাজ কাপ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক শাহেলা খাতুন উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সিরাজ বকস্ এর সভাপতিত্বে ও নিখিল রায় পূজনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী সাবেক প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম পুতুল, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আব্দুর রহমান জামিল, মহানগর আওয়ামী লীগের শিক্ষা-বিষয়ক সম্পাদক ২০নং ওয়ার্ড কাউন্সিল আজাদুর রহমান আজাদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্টির পরিচালক হুরেরা ইফতার হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক পুলক কবির চৌধুরী, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন রাজা, সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, এসএমপি সহকারী কমিশনার নুরুল হুদা ,১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সাজুয়ান আহমদ, হোটেল জাহানের স্বত্তাধিকারী আর.এম.কে চৌধুরী, বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংকের পরিচালক সৈয়দ ইফতেখার হোসেন পিয়ার, ওসি তদন্ত মোশারফ হোসেন, সোবাহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রীকান্ত চন্দ্র দাস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুহিব উসসালাম রিজভী, মহানগর আওয়ামী লীগের সদস্য কিশোর ভট্টাচার্য জনি, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এস.এম নুনু মিয়া, ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, মহানগর যুবলীগের সদস্য টিপাস রায়, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন সোহেল, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্টির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সাহেদুর রহমান সাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী হায়দার খান, জমসেদ সিরাজ কাপ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক আব্দুর রব, আবু সুফিয়ান লেবু প্রমুখ। আয়োজিত টুর্নামেন্টে ৩০০টি ফুটবল দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় রায়নগ এম.সি ইউনাটেডকে ট্রাইবেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পীরমহল্লার পাহাড়িকা ফুটবল দল। প্রেস বিজ্ঞপ্তি।