নাট্য পরিষদের একুশের অনুষ্ঠানমালা শুরু, রোববার প্রভাতফেরী

17180ডেস্ক রিপোর্টঃ “একুশ মানে নয়তো শুধু শহীদ বেদিতে দাঁড়ানো, একুশ মানে চেতনা নিয়ে মায়ের শত্রু তাড়ানো” এই স্লোগানে বাহান্নর চেতনা শাণিত করার প্রত্যয়ে বাঙ্গালীর অধিকার আদায়ের প্রথম সংগ্রামের ভাষার অর্জনকে হৃদয়ে লালন করে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারে সম্মিলিত নাট্যপরিষদ সিলেট এর আয়োজনে দুইদিন ব্যাপী একুশের অনুষ্ঠানমালা শনিবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শুরু হয়।
প্রতি বছরের ন্যায় এ বছরও সম্মিলিত নাট্যপরিষদের আয়োজিত অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য, সংগীত, পথনাটক পরিবেশিত হয়। রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নাট্য পরিষদের অনুষ্ঠানে পাঠশালার তত্ত্বাবধানে সিলেটের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় একুশের অনুষ্ঠান চলে। দুইদিন ব্যাপী অনুষ্ঠানে রোাবার রয়েছে ভোর পৌঁনে ছয়টায় সিলেট কিনব্রিজ সংলগ্ন চাঁদনীঘাট থেকে একুশের প্রভাত ফেরী।
প্রভাত ফেরীতে নগ্নপায়ে অংশ নিবেন নাট্য সংস্কৃতিকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনব্যাপী শহীদ মিনার অনুষ্ঠিত হবে মুজিব জাহান রেড-ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহায়তায় রক্তদান কর্মসূচী।
শনিবার অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদ, নজরুল একাডেমী সিলেট, থিয়েটার সিলেট, মৃত্তিকায় মহাকাল, পাঠশালা, মুক্তাক্ষর, নবারুন সংগীত বিদ্যালয়, ছন্দ নৃত্যালয়, সিলেট আর্ট এন্ড কালচার ইন্সটিটিউট, নাট্যম সিলেট, গ্রীন ডিজেবল ফাউন্ডেশন, অংশুমান দত্ত অঞ্জন, শান্তনু সেন তাপ্পু সহ বিভিন্ন শিল্পী ও সংগঠন।