জিয়াদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ
ডেস্ক রিপোর্টঃ শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত পানির পাম্পে পড়ে নিহত শিশু জিয়াদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রায় দেয়। ক্ষতিপূরণের পরিমাণ কত হবে এবং কোন কোন সরকারি সংস্থা কত করে দেবে তা তা আদালতের পূর্ণাঙ্গ রায়ে বলা হবে। চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মো. আব্দুল হালিমের করা এক রিট আবেদনে গত বছর ১৫ই ফেব্রুয়ারি জারি করা রুলের ওপর শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করে। রায়ে একই সঙ্গে অরক্ষিত ও উন্মুক্ত পাইপ, কূপ, টিউবওয়েল, স্যুয়ারেজ পাইপ, গর্ত এবং পানির ট্যাঙ্কের তালিকা রায় প্রকাশের পর সংশ্লিষ্ট সংস্থাকে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অবহেলাজনিত মৃত্যুর জন্য কারা দায়ী থাকবে এবং ক্ষতিপূরণ কারা দেবে সে বিষয়ে একটি গাইডলাইন দেবেন হাইকোর্ট। আদালত থেকে বেরিয়ে জিয়াদের পিতা নাছির ফকির সাংবাদিকদের বলেন, আমি যে মামলা করেছিলাম তা প্রত্যাহারের জন্য নানাজনে নানাভাবে হুমকি দিচ্ছে। যারা এটা করছে তাদের কাউকে আমি চিনি না। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান, তারা যেন আমাকে যথাযথ নিরাপত্তা দেয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। মা খাদিজা আক্তার বলেন, আমি এখন আর কি চাইবো। আমি তো আর আমার সন্তান ফিরে পাবো না। আমার যে ক্ষতি হয়েছে তা কী টাকায় পূরণ হওয়া সম্ভব? সরকারি কোনো সংস্থার অবহেলার জন্য আর যেন কাউকে এভাবে সন্তান হারাতে না হয়। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। ২০১৪ সালের ২৬শে ডিসেম্বর শুক্রবার বিকালে বন্ধুদের সঙ্গে খেলার সময় রেলওয়ে মাঠের পরিত্যক্ত পানির পাম্পের পাইপে পড়ে যায় জিয়াদ। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।