জেলা জাতীয় পার্টির আহ্বায়ক পদ থেকে আবদুল্লাহ সিদ্দিকীর পদত্যাগ
ডেস্ক রিপোর্টঃ সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল্লাহ সিদ্দিকী। মঙ্গলবার বিকেলে দলের চেয়ারম্যান বরাবরে চিঠি দিয়ে তিনি পদত্যাগ করেন। জেলা আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করলেও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।
চিঠিতে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে উল্লেখ করলেও দলের ভেতরের অব্যাহত কোন্দল ঠেকাতে না পেরেই আবদুল্লাহ সিদ্দকী পদ ছাড়ছেন বলে দলের একাধিক সূত্রে জানিয়েছে।
এ ব্যাপারে আব্দুল্লাহ সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, মিডিয়ায় তো সব কথা বলা যায় না। আপনারা ব্যক্তিগত কারণেই পদত্যাগের কথা লিখেন।
গত বছরের ২৫ ফেব্রুয়ারি জেলা জাতীয় পার্টির আহ্বায়কের পদ পান আব্দুল্লাহ সিদ্দিকী। এরপর থেকেই সিলেট-২ আসনের দলীয় সাংসদ ইয়াহইয়া চৌধুরীর সাথে কোন্দলে জড়িয়ে পড়েন তিনি।