চুনারুঘাটে ৮২ বোতল মদসহ আটক ১
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৮২ বোলত বিদেশী মদসহ সাইফুল আলম (২৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার ভোর রাতে ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন।আটক সাইফুর উপজেলার নোয়ানী গ্রামে বাছিত মিয়ার পুত্র। এসময় তার কাছ থেকে ৭২ বোতল কোরেক্স ও ১০ বোতল বটকা উদ্ধার করা হয়।