সৌদি আরবে সহকর্মীর গুলিতে নিহত ৬
ডেস্ক রিপোর্টঃ সৌদি আরবে এক হামলাকারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির জাযান প্রদেশে শিক্ষা বিভাগের একটি অফিসে ঢুকে এ হামলা চালানো হয়। নিহতরা ওই অফিসে চাকরি করতেন। হামলাকারী নিহতদের সহকর্মী বলে জানা গেছে। ইয়েমেনের সীমান্তসংলগ্ন আদ দাইর এলাকায় বৃহস্পতিবার শিক্ষা অফিসে ঢুকে সহকর্মীদের ওপর বেপরোয়া গুলি চালায় এই হামলাকারী। আল আরাবিয়া টিভি এক ট্যুইটে হামলার খবর জানালেও হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার কিছু জানায়নি।
তবে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটিকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসাবেই দেখছে কর্তৃপক্ষ।সৌদি আরবে বেপরোয়া গুলি চালিয়ে এমন হত্যাকাণ্ডের ঘটনা বিরল। তবে সাম্প্রতিক সময়ে সৌদি আরবে ইসলামিক স্টেটের (আইএস) বেশ কয়েকটি হামলা হয়েছে। জাযান প্রদেশটি ইয়েমেন সীমান্তে অবস্থিত। সৌদি আরব ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলায় নেতৃত্ব দিয়ে আসছে। দেশটির সীমান্ত এলাকায়ও সম্প্রতি কয়েক মাসে সহিংসতা বেড়েছে।