জগন্নাথপুরে দুই নাতীর ঝগড়াকে কেন্দ্র করে প্রাণ গেল দাদার
জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে মখলেছুর রহমান(৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কবিরপুর গ্রামের মখলেছুর রহমান ও খালিক উল্যার শিশু নাতিদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে সোমবার দুপুরে ঝগড়া হয়। এক পর্য়ায়ে দুই নাতির পক্ষ নিয়ে দুই দাদা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে খালিক উল্যার লোকজনের হামলায় মখলেছুর রহমান আহত হন। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জগন্নাথপুর থানার ওসি মুরসালিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ মর্গে পাঠানো সহ পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।
শেয়ার করুন