ছাতকে প্রবাসীর বাড়ীতে ডাকাতি, আহত ১
ডেস্ক রিপোর্টঃ ছাতকে লন্ডন প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় সায়েক আলী নামে এক গৃহকর্তা আহত হয়েছেন। শনিবার রাতে ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বানারশিপুর গ্রামের লন্ডন প্রবাসী ছমির আলীর বাড়ীতে এ ডাকাতির ঘটনাটি ঘটে। এ সময় ডাকাত দল ১৭ভরি স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুটে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫/২০ জনের মুখোশধারী ডাকাতদল বাড়ীর গ্রিলের তালা ভেঙ্গে ঘরে ডুকে অস্ত্রের মুখে বাড়ীর লোকজনকে জিম্মি করে ১৭ভরি স্বর্ণালংকার, ৬টি স্মাট ফোন, নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় বাঁধা দেওয়ায় লন্ডন প্রবাসী ছমির আলীর ছোট ভাই সায়েক আলীকে মারপিট করে আহত করে ডাকাতরা। আহত গৃহকর্তাকে ছাতক উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে রোববার দুপুরে সুনামগঞ্জের এডিশনাল এসপি আব্দুল মুমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।