শ্রীমঙ্গল সারগাম সংগীত বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্টান অনুষ্টিত
জীবন পাল, শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল সারগাম সংগীত বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় ধানসিঁড়ি আবাসিক এলাকার সারগাম স্কুলে এই অনুষ্টানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের পরিবেশনায় সংগীত পরিবেশন ও পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, শ্রীমঙ্গল প্রেসকাবের সাধারন সম্পাদক এম ইদ্রিস
আলী, সাপ্তাহিক শ্রীমঙ্গল বার্বা পত্রিকার সম্পাদক মোমিনুল হোসেন সোহেল, সারগাম সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ বুলবুল আনাম, পরিচালনা পরিষদের
সভাপতি অসীম মজুমদার, সম্পাদক সাজেদুল করীম, সদস্য ফরিদুল ইসলাম নানু, মো: মামুন আহমেদ, অনুপ বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, সারগাম সংগীত বিদ্যালয় ১৯৯২ সালের ২৮ অক্টোবর ১৫ জন ছাত্র/ছাত্রী নিয়ে শ্রীমঙ্গলে সংগীত চর্চার লক্ষে শুভ সূচনা করে। যার বর্তমান ছাত্র/ছাত্রী সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। পরবর্তীতে কেক কাঁটা ও লটারী ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।