বালুচরে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি
ডেস্ক রিপোর্টঃ নগরীর বালুচরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে শুক্রবার বিকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিকাল সোয়া ৫টায় বালুচর পয়েন্টে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নীপু ও ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদের গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
এসময় দুটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়। ছোঁড়া হয় এক রাউন্ড গুলিও। তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’গ্রুপের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।