সিলেটে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা

Latif Siddiki 3সুরমা টাইমস রিপোর্টঃ এবার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সিলেটের একটি আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন অ্যাডভোকেট মাসুদুর রহমান খান মুন্না। মামলার শুনানি সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে বিকেলে আদেশ দিবেন বলে জানান বিচারক। এদিকে মঙ্গলবার দুপুরে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করতে চাইলেও আদালতের কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় মামলা করা সম্ভব হয়নি বলে জানান বাদী।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে রোববার বিকেলে নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলবাসীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী নবীকে নিয়ে কটূক্তিসহ অন্যদের নিয়ে বিরূপ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে? তারাতো ছিল ডাকাত। তখন সে একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এরমধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে।’
মতবিনিময়কালে মন্ত্রী আরো বলেন, ‘আমি হজ আর তাবলীগ জামাতের ঘোরতর বিরোধী, জামায়াতে ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও বেশি হজ ও তাবলীগ জামাতের।’
হজ প্রসঙ্গে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, ‘হজের জন্য ২০ লাখ লোক সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। গড়ে যদি বাংলাদেশ থেকে ১ লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।’
এসময় তাবলীগ জামাতের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘তাবলীগ জামায়াত প্রতিবছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদেরতো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।’
হযরত মোহাম্মদ (সা.), হজ, তাবলীগ জামাতকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সিলেট সহ সারাদেশে ঝড় উঠেছে।