জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে কারাবন্দি জামালকে নির্বাচিত করতে স্ত্রীর আহ্বান
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী কারাবন্দি আবদুল আহাদ খান জামালের স্ত্রী ফারহানা জামাল পপি ৭ ফেব্রুয়ারি জেলা বিএনপির কাউন্সিলে সকল ষড়যন্ত্র চক্রান্ত ও অপপ্রচার উপেক্ষা করে তার কারাবন্দি স্বামীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সম্মানিত কাউন্সিলদের প্রতি সবিনয় নিবেদন জানিয়েছেন।
বৃহস্পতিবার প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন- আমার স্বামীর রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কয়েকদিন ধরে একটি কুচক্রি মহল ভোটারসহ বিভিন্ন মহলে আমার স্বামী আবদুল আহাদ খান জামাল শেষ মূর্হুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এমন মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে বলে আমাদের কাছে খবর এসেছে। যা মিথ্যার বেসাতি ছাড়া আর কিছু নয়। বিবৃতিতে মরণশীল পৃথিবীতে সত্যের জয় অবশ্যম্ভাবী উল্লেখ করে জামালের স্ত্রী বলেন- আমার স্বামী যদি জীবনভর দলের প্রতি আনুগত্যশীল থেকে থাকেন, দলের দুর্দিনে রাজপথে থেকে থাকেন এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আপোষের চোরাবালি পথে না হেটে থাকেন এবং সর্বশেষ দলের কারণেই বৃদ্ধ মাতা-পিতা ও অবোঝ সন্তানকে রেখে দীর্ঘ আড়াইমাস থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারাগারে বন্দি থেকে থাকেন তাহলে নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে আমার স্বামীকে নির্বাচিত করে অপপ্রচার ও চক্রান্তের জবাব দিয়ে কাউন্সিলররা আমার পরিবারকে কৃতজ্ঞতার পাশে আবদ্দ করে রাখবেন।