ইসলামের ওপর আঘাত মানে সব বিশ্বাসে আঘাত : ওবামা

Barak Obamaডেস্ক রিপোর্টঃ জঙ্গিবাদের উত্থানে বিভিন্ন দেশে অস্বস্তিতেই চলতে হচ্ছে মুসলমানদের। তবে মুসলিম বিদ্বেষী রাজনীতির আবহে সহিষ্ণুতার বার্তা ছড়ালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা প্রথমবার বাল্টিমোর মসজিদ পরিদর্শনেও গেলেন।
Barak Obama2তিনি বলেন, ‘ইসলামের ওপর আঘাত মানে সব ধরনের বিশ্বাসের ওপরেই আঘাত। যখন কোনও ধর্মীয় সম্প্রদায়কে নিশানা করা হয়, তখন সবার দায়িত্ব তার বিরুদ্ধে গর্জে ওঠা।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে বারবার মুসলিম বিদ্বেষী মন্তব্য উঠে আসছে রাজনীতিকদের মুখে। ক্যালিফোর্নিয়া সন্ত্রাসের কারণে মুসলিমদের আমেরিকা ঢোকার ওপর সাময়িক নিষেধাজ্ঞা চাপানোর কথা বলে বিতর্কে জড়িয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত ১০ হাজার শরণার্থীকে আমেরিকায় আশ্রয় দেয়ার পরিকল্পনা রয়েছে ওবামা প্রশাসনের। তার বিরোধিতায় সরব রিপাবলিকানরা। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত দেশের জাতীয় নিরাপত্তাকে বিপদে ফেলবে বলে অভিযোগ তাদের। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সহিষ্ণুতার বার্তা দিলেন ওবামা।