তিন দফা দাবিতে ইউনিয়ন পরিষদ সচিবদের ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাননবন্ধন

Press Release 03.02.16ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইউনিয়ন পরিষদ সচিবদের তিন দফা দাবীতে সারাদেশের ৪৫৭১টি ইউনিয়ন পরিষদ সচিবদের সংগঠন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির ডাকে ঢাকা জেলা কমিটির সচিবগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানবন্ধনের প্রধান অতিথি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ৩ দফা দাবী উত্থাপন করেন। দাবীসমূহ হচ্ছে, ১) ইউনিয়ন পরিষদ সচিবদের পদোন্নতি পূর্বক ১০ম গ্রেড স্কেলের মর্যাদা প্রদান। ২) বেতন, বোনাস, আনুতোষিক লামগ্রান্ট, শ্রান্তিবিনোদন ভাতাসহ যাবতীয় অর্থ শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করা। ৩) ইউনিয়ন পরিষদ কর্মচারীদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন ব্যবস্থা নিশ্চিতকরণ। তিনি বলেন, ২০০৯ সালের ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ২০১১ সালে পরিপত্র জারী করে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি গঠন হয়েছে। যে কমিটিতে উপ-সহকারী প্রকৌশলী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তাসহ সাতটি দপ্তরকে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য করেছেন। যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, সমমান/ডিপ্লোমা ডিগ্রিধারী কিন্তু তারা বর্তমানে ১০ম ও ১১তম গ্রেডের স্কেলে অফিসার মর্যাদার কর্মকর্তা। এই কমিটির সদস্য সচিব হিসেবে ইউনিয়ন পরিষদ সচিবগণ ¯œাতক ডিগ্রিধারী অধিকাংশ ক্ষেত্রে মাষ্টার্স হলেও তৃতীয় শ্রেণীর কর্মচারী, যাদের বেতন স্কেল ১৪তম গ্রেডে। ফলে ইউনিয়ন পর্যায়ে কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। তারা প্রায়ই মিটিংয়ে সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করছেন। এমতাবস্থায় তিনি, সরকারের অতিদ্রুত ইউনিয়ন পরিষদ সচিবদের ন্যায্য দাবি সমূহ মেনে নেওয়া আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) ঢাকা জেলা কমিটির সভাপতি মীর আব্দুল বারেক। এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের ঢাকা জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ মোঃ চাঁন মিয়া, মোঃ আজিজ, মোঃ মাসুদ রানা, মোঃ ফিরোজ, আব্দুল মান্নান, প্রকাশ চন্দ্র, মোস্তফা কামাল, মোঃ আমির হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ আজাহার হোসেন, মোঃ ফখরুল ইসলাম, মোঃ মোস্তফা, মোঃ কালিমুল্লাহ, মোছাঃ মাসুমা বেগম সহ প্রমুখ সচিবগণ।

মানববন্ধন শেষে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে সচিবগণ।