শ্রীশ্রী রাধা গোবিন্দ জীউ মন্দিরে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন ৫ ফ্রেব্রুয়ারী

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতার্থে ১৫তম বাৎসরিক অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। সিলেট নগরীর বি/৯৫, দেবপুর নাথপাড়াস্থ শ্রীশ্রী রাধা গোবিন্দ জীউ মন্দিরে এই মহোৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সুচীর মধ্যে রয়েছে ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার শুভ অধিবাস। ৫ ফেব্রুয়ারী শুক্রবার উষালগ্ন হইতে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী নাম ও লীলা সংকীর্ত্তন শুরু হবে। কীর্ত্তণ পরিবেশন করবেন শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস (বাবুল), শ্রীপাদ কৃষ্ণ কীর্ত্তন দাস ব্রহ্মচারী, শ্রীমতি মিতলী রানী কর, শ্রীমতি প্রমিলা রানী রায়, শ্রীযুক্ত শ্যামচরণ নাথ ও শ্রীযুক্ত সনাতন কৃষ্ণ দাস। পরদিন ৬ ফেব্রুয়ারী শনিবার দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তণ সমাপন। মহোৎসবে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি