নবীগঞ্জ শহরের সাগর হার্ডওয়ারে ভয়াবহ অগ্নিকান্ড ॥ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Sagor Hardware Nobigonjউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ শহরের ব্যাবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দোকানের পিছনের গোডাউনে থাকা সকল মালামাল ও ঘরটি সম্পুর্ণ ভস্মিভুত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রমা রায় জানিয়েছেন। খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দমকল বাহিনী ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ৭টায় নবীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে কর্মসংস্থান ব্যাংক সংলগ্ন মহসিন প্লাজায় সাগর হার্ডওয়ার এন্ড ভেরাইটিজ ষ্টোরের ছাদে হাঠাৎ আগুন দেখে স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। দোকানের পিছনে গুদাম ঘরে থাকা গ্যাস সিলিন্ডার, স্প্রিট, প্লাসস্টিক আসবাপত্র, পলিথিন সামগ্রী থাকায় মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী দোকান ও ব্যাংক এবং বাসার সকল লোকজন বাহিয়ে বেড়িয়ে আসেন। তাৎক্ষনিকভাবে দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর স্টেশন অফিসার তৈয়ব আলী হাওলাদার এর নেতৃত্বে তাদের একটি টিম এবং একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আসতে আসতে দোকানের অনেক কিছুই পুড়ে ছাই হয়ে যায়। পরে তারা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পিছনের গুদাম ঘরের ভিতরে থাকা সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা যাচ্ছে। দোকান মালিক রমাপদ রায় জানিয়েছেন, অগ্নিকান্ডে তার ব্যবসা প্রতিষ্টানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি সাধিত হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার তৈয়ব আলী হাওলাদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, নব নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানঁ, প্রেস কাব সভাপতি সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কাউন্সিলর মোঃ আব্দুস ছালাম, কাউন্সিলর ও প্রেস কাবের সাবেক সভাপতি এটিএম সালাম, কাউন্সিলর জাকির হোসেন, সংরক্ষিত কাউন্সিলর পারুল বেগম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে শান্তনা প্রদান করেন।