বিদ্যুৎ সংকটে চুনারুঘাটের কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমে স্থবিরতা
চুনারুঘাট সংবাদদাতা ॥ অবহেলিত জনপদ, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গ্রাম্য কমিউনিটি কিনিকগুলোতে বিদ্যুৎ সংযোগ না থাকায় বাংলাদেশ সরকারের দেওয়া ল্যাপটপ, কম্পিউটারসহ প্রয়োজনীয় যাবতীয় যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। যে কারণে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। সূত্রে মতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে গ্রামীন দরিদ্র জনগোষ্ঠীর হাতের নাগালে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া লক্ষ্যে সারাদেশের মতো চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে ৪টি কমিউনিটি কিনিক স্থাপন করা হয়। পরে কিনিকগুলোতে ঔষুধ সরবরাহ চিকিৎসাসহ জনবল নিয়োগ করে স্বাস্থ্যসেবা শুরু হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, কোন কোন কিনিকে যথেষ্ট পরিমানে ঔষদ নেই স্বাস্থ্য সেবী কর্মকর্তা বলেন। এ সকল কিনিকে আরো জনপ্রিয় কার্যকর ও আধুনিক করতে সরকার ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব, পেনড্রাইব, মডেমসহ আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করে কিন্তু উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে ৪টি কমিউনিটি কিনিক চালু থাকলেও এর কোনটিতেই বিদ্যুৎ সংযোগ নেই। উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের একাদিক লোকজন জানান, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়াসহ নানান জাতের রোগে অসুস্থ হলে তারা কিনিকে শরণাপন্ন হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গ্রাম্য অঞ্চল থেকে প্রায় ৭-৮ কি:মি: দূরে। সেখানে চিকিৎসা নিতে গেলে প্রায় অর্ধ-দিবস সময় নষ্ট করতে হয়। তাই বাড়ির পাশে কিনিকে কাজের এক ফাঁকে এসে সেবা নেন। তবে অনেক কিনিকগুলোতে স্বাস্থ্য কর্মকর্তা যথা সময়ে উপস্থিত না থাকায় তাদের সে সেবা একটু সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অনেকেই জানায়। ১নং গেরারুক কমিউনিটি কিনিকের সভাপতি ও ওয়ার্ড মেম্বার ফজলুর রহমান আকল, ২নং ছয়শ্রী ক: কি: সভা: ও মেম্বার লিটন জমাদার, ৩নং সুন্দরপুর ক: কি: সভা: ও মেম্বার আইয়্যেুব আলী, ও ৬নং কালিশিরি ক: কি: সভা: ও মেম্বার আজগর মীর জানান, উপজেলার অত্র ইউনিয়নের কমিউনিটি কিনিকগুলো থেকে প্রায় ১০০থেকে ১২০-৫০ গজ দূরে বৈদ্যতিক খুঠি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাগনের সাথে আলাপও হয়েছে বলে একজন মেম্বার বলেন। অনেক কিনিকের যোগাযোগ ব্যবস্থা খুব’ই খারাপ। বর্ষা মৌসুমে কাদাপানির মধ্যে দিয়ে অনেক স্বাস্থ্য কর্মীকে কিনিকে যেতে হয়। এছাড়াও বিদ্যুৎ না থাকায় সরকারের দেওয়া যন্ত্রপাতি ব্যবহারের অসুবিধা হয়। তাদের মতে কিনিকগুলোতে বিদ্যুৎ সংযোগ দিলে সেবার মান আরো অনেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ও পাশাপাশি সরকারের লক্ষ্য অর্জিত হবে। এদিকে আহম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু মুঠোফোনে এ সংবাদদাতা কে জানান, কিনিকগুলোতে বিদ্যুৎ সংযোগ না থাকায় যন্ত্রের যথাযথ ব্যবহার করা সম্ভব হয় না। অপরদিকে খরিপ মৌসুমে গরমে সেবা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া বর্ষার দিনে আকাশে মেঘলা থাকলে ও শৈতকালীন মৌসুমে কুয়াশায় কিনিকগুলো কালো অন্ধকারে পরিনত হয়। যে কারণে বিদ্যুতের সংযোগ কিনিকগুলোতে অত্যাবশ্যক বলে তিনি মনে করেন। উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে যে সকল কমিউনিটি কিনিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে, গেরারুক, ছয়শ্রী, সুন্দরপুর ও কালিশীরি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অব ইনচার্জ ডা: দেবাশীষ দেবনাত কে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, ইউনিয়নের সদস্যগনের সাথে আলাপ করে জেনে নিতে। শত,শত স্থানীয় জনতা, ইউনিয়ন সদস্যগন, চেয়ারম্যানসহ রোগীদের একটাই দাবী, অবশ্যই জেন কর্তৃপক্ষ এ ব্যাপারে আমলে নেন ও ব্যাবস্থা করেন।