লুটপাটের উদ্দেশ্যেই গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে

15955ডেস্ক রিপোর্টঃ দেশের প্রাকৃতিক সম্পদের মালিক জনগণ। কিন্তু আমাদের দেশে জনগণকে তেল-গ্যাসসহ প্রাকৃতিক সম্পদ থেকে বঞ্চিত করে বিদেশিদের হাতে বিভিন্ন সময়ে তা তুলে দেওয়ার হয়। বর্তমানে মিথ্যা তথ্য-উপাত্ত দিয়ে জনগণকে বিভ্রান্ত করে লুটপাটের উদ্দেশ্যে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে।

গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেট ও সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় সাথে বক্তারা একথা বলেন।

নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা গ্যাস সংযোগ বন্ধ রাখার তীব্র সমালোচনা করে বলেন, জনস্বার্থ বিবেচনা করে অবিলম্বে পূর্বে ন্যায় গ্যাস সংযোগ প্রদান করতে হবে। অন্যতায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ। সংগঠনের যুগ্ম আহ্বায়ক, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গনতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মো. আরশ আলী, প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ওয়ার্কাস পার্টি জেলা সভাপতি আবুল হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, ন্যাপ মহানগর সভাপতি ইসহাক আলী, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জাসদ জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেএ কিবরিয়া, সিপিবি প্রবীণ নেতা বাদল কর, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য হুমায়ূন রশিদ সুয়েব, অধ্যক্ষ ব্রজ গোপাল চৌধুরী, খায়রুল হাসান, জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েল ফেয়ার এসোসিয়েশন চঞ্চলেন্দু দাস চঞ্চল, আমিনুর রহমান আলম, ফখরুদ্দিন আহমদ, দিলোয়ার হোসেন সিদ্দিকী, পান্না লাল ধর, আমিনুর রহমান।

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দের সাথে ছিলেন অম্বরীষ দত্ত, মিসফাক আহমদ মিশু, নিরঞ্জন দে যাদু, নীলাঞ্জন দাস টুকু, নাজিকুল ইসলাম রানা প্রমূখ।