রাজনগরে কলেজ ছাত্রী উত্ত্যক্ত : বিচার চাওয়ায় হামলা-বখাটে গ্রেপ্তার
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগরে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের বিচার দেয়ায় উল্টো ওই ছাত্রীর বাবা ও ভাইকে মারধর করেছে বখাটের লোকজন। এব্যাপারে কলেজছাত্রীর ভাই বাদি হয়ে রাজনগর থানায় মামলা করেছেন। এঘটনায় রাজনগর থানার পুলিশ বখাটে পাবলু মিয়া (২৮) কে গ্রেপ্তার করে ২৭ জানুয়ারী বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের উতাইশাহ গ্রামের কনর মিয়ার ছেলে পাবলু মিয়া (২৮) প্রায়ই একই গ্রামের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। মঙ্গলবার মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজে যাওয়ার সময় পাবলু মিয়া ওই ছাত্রীকে একটি চিঠি ও ৫০ টাকা ব্যাগে ঢুকিয়ে দেয়। ওই ছাত্রী বিষয়টি বাড়িতে গিয়ে জানালে তার পিতা আব্দুর রহমান ও তার এক ভাতিজা বখাটের বাড়িতে বিচার নিয়ে যান। এসময় কথাকাটাটি হলে বখাটের লোকজন তাদের মারধার করে। এতে আব্দুর রহমান (৫৬) ও তার ভাতিজা জসিম উদ্দীন (২২) আহত হন। আহতরা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এঘটনায় ওই ছাত্রীর চাচাতো ভাই রুবেল মিয়া বাদী হয়ে রাজনগর থানায় ৫ জনকে আসামী করে মামলা (নং-১৪) করেছেন। পরে রাজনগর থানার উপপরিদর্শক শাহিন মিয়া রাতেই এ মামলার আসামী বখাটে পাবলু মিয়া (২৮) কে গ্রেপ্তার করেন। বুধবার দুপুরে তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কার্মকর্তা এসআই শাহিন মিয়া বলেন, বখাটেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।