অদূর ভবিষ্যতে ইস্কনের প্রচার বিশ্বের প্রত্যেকটি প্রান্তে পৌছে যাবে

সিলেট বিভাগীয় অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রুকন উদ্দিন

Rukon Uddinদেশের অনেক জায়গায় ইস্কনের প্রচার প্রসার হলেও অদুর ভবিষ্যতে ইস্কনের প্রচার সারা বিশ্বের প্রত্যেকটি প্রান্তে পৌছে যাবে। যার ফলশ্রুতিতে বিশ্বের প্রত্যেকটা মানুষের মান, নৈতিকতা, চারিত্রিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে। গত সোমবার কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে ইস্কন উত্তিষ্ঠত জাগ্রত ছাত্র সম্মেলনে আলোচনা সভায় সিলেট বিভাগীয় মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম. রুকন উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন বর্তমান সমাজ ভোগবাদী সমাজ যার ফলে সমাজে অবৈধ যৌনতা, মাদক, জুয়া, বিবাহ বিচ্ছেদ, ভ্রুন হত্যা, সামাজিক পারিবারিক ভাঙ্গন মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর থেকে উদ্ধার পেতে হলে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ও ইসকন সংস্থাপক আচার্য্য শ্রীল প্রভুপাদের আদর্শে অনুপ্রাণিত হতে হবে। ইস্কন বাংলাদেশের সহ-সভাপতি ও ইস্কন সিলেটের অধ্যাক্ষ শ্রী পাদ্ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইস্কন বাংলাদেশের সহ সভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, ইস্কন বাংলাদেশের সাধারন সম্পাদক শ্রীপাদ্ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, ইস্কন সিলেটের সাধারন সম্পাদক শ্রীপাদ্ ভাগবত করুনা দাস ব্রহ্মচারী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ গৌর মনি সিংহা, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দীলিপ কুমার চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস (সমর), ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বজেন্দ্র চন্দ্র দাস। উক্ত অনুষ্ঠানে আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ইস্কন শ্রীধাম মায়াপুর থেকে আগত ইস্কন জি.বি.সি ও নিদের্শক শ্রীমদ্ ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ। তিনি বলেন ইস্কনের উত্তিষ্ঠত জাগ্রত ছাত্র সমাজের শিক্ষা ছাত্র-ছাত্রীদের নৈতিক, মানসিক ও আধ্যাত্মিক চেতনা বিকাশে সহায়ক হবে। যার ফলে তারা পরিবার, সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।