মেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল
মেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে মেন্দিবাগ অগ্রসর যুব সংঘ সিলেট আয়োজিত ২৮ ও ২৯ জানুয়ারী বৃহস্পাতিবার ও শুক্রবার ২ দিন ব্যাপী ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল মেন্দিবাগ জামে মসজিদ সংলগ্ন পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলে তাফসীর পেশ করবেন হযরত মাওলনা তাফাজ্জুল হক আজীজ ঢাকা, হযরত মাওলানা নুরুল আমীন আল ফরিদী ঢাকা, হযরত মাওলানা মোখতার হুসাইন আদিয়াবাদী নরসিংদী, হযরত মাওলানা রুহুল আমিন জিহাদী নাটোর, হাফিজ মাওলানা নাজমুদ্দিন কাসেমী, হযরত মাওলানা জাফর আহমদ সিরাজী, হযরত মাওলানা মতিউর রহমান, হাফিজ মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মামুন, হযরত মাওলানা নূর উদ্দিন, হযরত মাওলানা ক্বারী আব্দুর রহিম কদমরসূলী সহ আরো দেশ বরণ্যে উলামায় কেরাম তাফরীর পেশ করবেন এতে সভাপতিত্বে করবেন মেন্দিবাগ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী জয়নুল আবেদীন। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন মেন্দিবাগ অগ্রসর যুব সংঘ’র সভাপতি আব্দুল হান্নান শরীফ ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদ। তাফসীরুল কোরআন মাহফিলে মহিলাদের জন্য অংশগ্রহণের আলাদা সুব্যবস্থা করা হয়েছে।