বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের অন্যান্য দেশে মডেল হিসাবে ধরা হচ্ছে : শিক্ষামন্ত্রী
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে তরম্নন প্রজন্মকে মানব সম্পদে রূপামত্মরিত করতে হবে। প্রযুক্তিগত শিক্ষা প্রসারের জন্য সরকার ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। ইতিমধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের অন্যান্য দেশে মডেল হিসাবে ধরা হচ্ছে। বর্তমানে ঝরে পড়া শিশুর হার নেই বললেই চলে। কেননা শিশুস্থর থেকে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দীর্ঘ বক্তব্যে সরকারের সফলতা তুলে ধরেন। তিনি গতকাল রবিবার গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন দুটি ভবনের নির্মাণ কাজ শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন। ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন সাদেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক উদ্দিন আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আবুল বশর মোহাম্মদ ছদরম্নল উলাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী সাহাব উদ্দিন আহমদ, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য এনামুল হক রম্নহেল। ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিনের স্বাগতিক বক্তব্যে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরম্নল ইসলাম শুয়েব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম খান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ইউপি চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, সিলেট পলস্নী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মাহবুবুল আলম, সেক্রেটারী আব্দুল আহাদ, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সমত্মান কমান্ডের সভাপতি গোলাম দসত্মগীর খান ছামিন। ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক কাজল কামিত্ম দাসের পরিচালনায় এসময় অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আলাউদ্দিন, সেলিম আহমদ, খছরম্নল ইসলাম, ডা. সিরাজুল ইসলাম, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মুতলিব, সাবেক ছাত্রনেতা আব্দুন নূর মছলাই, কেন্দ্রীয় যুবলীগ নেতা আববাস উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা জামিল আহমদ, ছাত্রলীগ নেতা রম্নমেল সিরাজ, ছায়দুল আলম সুহেদ, মনসুর আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছদ্দর আলী, সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন, বদরম্নল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরম্নতেই পবিত্র কোরআন তেলাওয়াত করে নাবিল মাশাহিদ ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে সানজিদা চৌধুরী, ফাহমিদা ইয়াছমিন। আলোচনা সভা শেষে পলস্নীবিদ্যুতের উদ্যোগে ২১ লক্ষ ৫১ হাজার টাকা ব্যয়ে ৪৪টি পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্ভোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।