এরশাদের সিদ্ধান্ত অগণতান্ত্রিক: রওশন
ডেস্ক রিপোর্টঃ জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় রওশন বলেছেন, জিএম কাদেরকে কো-চেয়ারম্যান বানানো ও মহাসচিব পদে পরিবর্তন করে দলের চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, তা দলের নীতি সিদ্ধ নয় ও অগণতান্ত্রিক। এরশাদ এই দুটি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলেও আশা প্রকাশ করেন রওশন। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রওশন এ কথা বলেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার প্যাডে তাঁর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মামুন হাসান স্বাক্ষরিত বিবৃতিতে তিনি বলেন, জাতীয় পার্টি একটি সু-প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। এমন একটি দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংসদীয় দল ও প্রেসিডিয়াম সদস্য সভার আলোচনা ছাড়াই কো-চেয়ারম্যান ও মহাসচিব পদে পরিবর্তন এনেছেন। যা রাজনৈতিক দলের নীতি সিদ্ধ নয় ও অগণতান্ত্রিক। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে পার্টিতে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সেটি সঠিক নয় বলে দাবি করেন রওশন। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে যৌথসভায় কোন আলোচনা হয়নি। বিরোধীদলীয় নেতা বলেন, দলের ঊর্ধ্বতন পর্যায়ে নেতৃত্ব পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারী বিভিন্ন কমিটির সঙ্গে আলোচনা স্বাপেক্ষে করবেন। রওশন আশা প্রকাশ করে বলেন, জাতীয় পার্টির বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং এ দলকে ভবিষ্যতে আরও সুসংগঠিত ও সুসংহত করার লক্ষ্যে পার্টির চেয়ারম্যান এই দুটি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।