হাবিব হত্যার প্রতিবাদে সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের মানববন্ধন
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বি.বি.এ ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র কাজী হাবিব হত্যার প্রতিবাদে গতকাল শনিবার দুপুর ১টায় ইউনিভার্সিটি প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালন করে ইউনিভার্সিটি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি সুশান্ত কুমার দাস ও চেয়ারম্যান শামীম আহমদ সহ ইউনিভার্সিটির সকল শিক্ষক ও সকল ছাত্রছাত্রীবৃন্দ।
ইউনিভার্সিটির ভিসি সুশান্ত কুমার দাস তাঁর বক্তব্যে বলেন, কাজী হাবিব হত্যার খুনিদের আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নতুবা ইউনির্ভাসিটি কর্তৃপক্ষ লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এখন পর্যন্ত প্রশাসন খুনিদের ধরতে পারেনি। অবিলম্বে খুনিদের ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। তিনি আরো বলেন, ইউনির্ভাসিটির সংঘাত এড়াতে এখন থেকে আইডি কার্ড ছাড়া কোন শিক্ষার্থীকে ইউনির্ভাসিটি প্রাঙ্গনে ঢুকার সুযোগ দেওয়া হবে না।
মানববন্ধনে বক্তারা কাজী হাবিবের খুনিদের আইনের আওতায় এনে অবিলম্বে ফাঁসির দাবী করেন।