করিমের গানে প্রধানমন্ত্রীকে বরণ
ডেস্ক রিপোর্টঃ ঘড়িতে তখন বিকেল ঠিক ৪টা। হঠাৎ মাইকে ভেসে আসে ঘোষণা- ‘আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণতন্ত্রের মানস কন্য, প্রধানমন্ত্রী, জননেত্রী…’।
মাইকের ঘোষণা তখন শেষ হয়নি। তবু ঘোষণা ছাপিয়ে তখন প্রবল করতালি আর শ্লোগানের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। মঞ্চে এসেছে শেখ হাসিনা। মাঠ ছাড়িয়ে দূরের রাস্তায় জড়ো হয়েছেন অনেকে। এতদূর থেকে মঞ্চও দেখা যাচ্ছে না। তবু তারা উঁকিঝুকি করছেন মঞ্চের দিকে। যদি একবার দেখা যায় প্রিয় নেত্রীকে।
এমন সময়ে শ্লোগান ঘোষণা করতালী থামিয়ে মাইকে ভেসে উঠে একটি গান। বাউল শাহ আব্দুল করিমের সেই বিখ্যাত গান- কোন মেস্তরি নাও বানাইছে/ কেমন দেখা যায়/ ঝিলমিল ঝিলমিল করে রে ময়ুরঙ্খি নাও’।
শাহ আব্দুল করিমের গানে মঞ্চে বরণ করে নেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মঞ্চের সামনে উপস্থিত জনস্রোতও কণ্ঠ মেলায় এই গানে।
বৃহস্পতিবার সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজন জনসমাবেশে দেখা যায় এ দৃশ্য। এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।