নবীগঞ্জে সাংবাদিককে হয়রানীমুলকভাবে আসামী করায় প্রেসকাবের নিন্দা
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে গত ১২ জানুয়ারী সংঘর্ষ চলাকালীন সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রোষানলে পড়ে নবীগঞ্জ প্রেসকাবের অর্থ বিষয়ক সম্পাদক এম মুজিবুর রহমান। সংঘর্ষের বিষয়টি অবগত করতে গিয়ে তাকে জড়ানো হয় পুলিশ এসল্ট ও দ্রুত বিচার আইনে দায়েকৃত দুটি মামলায়। তাকে মিথ্যা মামলায় আসামী করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন নবীগঞ্জ প্রেসকাবের নেতৃবৃন্দ। নিন্দা জ্ঞাপনকারী নেতৃবৃন্দরা হলেন, নবীগঞ্জ প্রেসকাবের নব নির্বাচিত সভাপতি সাইফুল জাহান চৌধুরী,সহ-সভাপতি এমএ আহমদ আজাদ,সহ সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,সাধারন সম্পাদক রাকিল হোসেন,যুগ্ম সম্পাদক সলিল বরন দাশ , অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম তালুকদার,ক্রীড়া সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম,নির্বাহী সদস্য এটিএম সালাম ও মোঃ সরওয়ার শিকদার,ফখরুল আহসান চৌধুরী আশাহীদ আলী আশা,মোঃ সেলিম তালুকদার,শাহ মনসুর আলী নোমান,আকিকুর রহমান সেলিম কালিপদ ভট্রাচার্য্য প্রমূখ। নেতৃবৃন্দ অভিলম্বে সাংবাদিক এম মুজিবুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়া ও হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।