কাতারে এস এ টিভির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস মেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আনোয়ার হোসেন মামুন কাতার থেকেঃ কাতারে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এস এ টিভির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক ম্যাগাজিন প্রবাস মেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
স্থানীয় সময় সোমবার (১৮ জানুয়ারি) রাতে কাতারের রাজধানী দোহা-বিন মোহাম্মদ গালফ প্যারাডাইস হোটেলের কনফারেন্স হলরুমে এই কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এস এ টিভি ও প্রবাস মেলার কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের সভাপতিত্বে ও কাতারের যুব সংগঠন স্পার্কিং ডীমের ম্যানেজিং ডিরেক্টর রেজওয়ান বিশ্বাস নিলয় এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন এম এ বাকের। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যাবসায়িক আবদুল মতিন পাটোয়ারী।
মঞ্চে আসন গ্রহণ করেন বাংলাদেশ রিহ্যাবের সহ-সভাপতি আনোয়ারুজামান টুটুল, বাংলাদেশ রিহ্যাবের অ্যাডমিন ডিরেক্টর সাকিল কামাল চৌধুরী, বাংলাদেশ বিমানের কাতারের কান্ট্রি ম্যানেজার মোহাম্মাদ মোস্তফা, কাতার মেলা চট্রগ্রামের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,কাতার বরিশাল সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম, কাতার জালালাবাদ এসোসিয়েশনের আহ্বায়ক নজরুল ইসলাম, কাতার চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক মানিক হোসেন, কাতার গোপালগঞ্জ জেলা সমিতি সভাপতি হাসিবুর রহমান, সাংবাদিক সমিতির সদস্য ইমরান মোহাম্মাদ প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন কাতার আওয়ামীলীগ সভাপতি সফিকুল ইসলাম প্রধান, কাতার আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আহমেদ জাহেদ, কাতার বিএনপির সহ-সভাপতি শেখ হুমায়ন কবির, কাতার বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বাবু মনরঞ্জন সাহা, কাতার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবু ইউসুফ পাটোয়ারী বাবুল, কাতার জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান জিন্নাত, জাসদ কাতার শাখার সাধারণ সম্পাদক তৌফিক ই চৌধুরী, কাতার জালালাবাদ এসোসিয়েশনের সদস্য সচিব কপিল উদ্দিন, কাতার প্রজন্ম লীগ সভাপতি আবু তাহের, কাতার প্রচার ও প্রকাশনা লীগ সভাপতি ডাঃ সাহাজাহান মণ্ডল, কাতারের যুব সংগঠন স্পার্কিং ডীমের ডিরেক্টর হোসেন এম এ মুরাদ, কাতার সাংবাদিক ফোরামের ভারপাপ্ত সভাপতি এ কে এম আমিনুল হক (এনটিভি), কাতার সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম (মিলেনিয়ামটিভি), কাতার সাংবাদিক সমিতির সভাপতি ই এম আকাশ (আরটিভি), সহ-সভাপতি পরিমল চন্দ্র দাস (এশিয়ান টিভি), সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন (গাজী টিভি), সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী (সময়টিভি), সাংগঠনিক সম্পাদক মাহমুদ চৌধুরী (ঢাকা নিউজ), প্রচার সম্পাদক হারুনুর রশিদ মৃধা (আজকের সময়.কম), সাংবাদিক সমিতির সদস্য শামস শাহীন, সদস্য সফিউল্লাহ প্রমুখ ।
দেশ থেকে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন এস এ টিভির সিনিয়র নিউজ এডিটর ওয়াহিদ মিলটন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশ কমিউনিটির নেতারা । অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ বিপুল বিপুল বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগীত ও নৃত্য পরিবেশন করেন কাতার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট স্থানীয় শিল্পীরা ।
এছাড়া এস এ টিভি কাতার প্রতিনিধিকে ফুলের শুভেচ্ছা জানান, সাংবাদিক সমিতি, স্পার্কিং ডীমে, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, প্রচার ও প্রকাশনা লীগ, বিএনপি, জাসদ, চাঁদপুর সমিতি, জালালাবাদ এসোসিয়েশন, বরিশাল সমিতি আরও অনেক ।
বক্তারা বলেন সংবাদে এস এ টিভি অনেক নিরপেক্ষ ও বস্তুনিষ্টা বজায় রেখে সংবাদ প্রচার করে, এস এ টিভি কাতার সহ প্রবাসীদের প্রাণের টিভি হিসেবে প্রবাসীদের মন জয় করে নিয়েছে বলেন বক্তারা ।