কমলগঞ্জে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির যৌথসভা অনুষ্ঠিত
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লিঃ এর যৌথসভা অনুষ্ঠিত হয়। রোববার (১৭ জানুয়ারী) বেলা ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সমবায়ের মাঠ সংগঠক মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের উপ-নিবন্ধক তোফায়েল আহম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী কয়েছ আহমদ। অনুষ্ঠানে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লিঃ এর ৬০ টি গ্রামের সভাপতি, সম্পাদকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের উপ-নিবন্ধক তোফায়েল আহম্মদ বলেন, সমবায়ী শক্তি, সমবায়ী মুক্তি। সমবায়ের আদর্শ অনুসরণ করে আর্থ সামাজিক উন্নয়ন সাধনের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি সমিতি সমূহ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের আন্তরিকতা ও মনোবল দিয়ে এগিয়ে নেয়ার আহবান জানান।