কমলগঞ্জে গ্রামবাসীর হাতে অজগর নিধন
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রামবাসীর হাতে একটি অজগর সাপ নিধন হওয়ার খবর পাওয়া গেছে। মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এই অজগর সাপ। গ্রামবাসী সাপটিকে মেরে ফেলেছে। খবর পেয়ে মৌলভীবাজারের বন্যপ্রাণি বিভাগ মৃত অজগরটি উদ্ধার করে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসে। রোববার (১৭ জানুয়ারি) লাউয়াছড়া রেসকিউ সেন্টার সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম ভেড়াছড়া এলাকা থেকে মৃত অজগরটি উদ্ধার করা হয়। লাউয়াছড়া বন বিট অফিসার রেজাউল করিম পশ্চিম ভেড়াছড়া এলাকায় গিয়ে অজগর সাপটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় বন্যপ্রাণি গবেষণা প্রতিষ্ঠান ‘কারিনাম’ এর পর্যবেক্ষণকর্মী স্বপন দাস উপস্থিত ছিলেন। সাপটির মাথা ও গলায় অঘাতের চিহ্ন রয়েছে।
মৌলভীবাজার রেঞ্জের (বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) কর্মকর্তা মো. সাহাব আলী সাপটিকে মৃত অবস্থায় উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামবাসী এই অজগরটি পিটিয়ে মেরেছে।