আইজিপিকে গভর্নরের চিঠি

15011ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্মমভাবে নির্যাতনকারী এএসআই মাসুদ শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বুধবার (১৩ জানুয়ারি) গভর্নর এই চিঠি পাঠান বলে জানা গেছে।

বাসা ভাড়া দিতে শনিবার রাত ১১টার দিকে এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার সময় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে তল্লাশির নামে মোহাম্মদপুর থানার এএসআই মাসুদ শিকদার নির্যাতন করেন।

পরে গোলাম রাব্বী ওই থানায় অভিযোগ করে সাংবাদিকদের বলেছিলেন, ‘ওই রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডে তার গতিরোধ করে পুলিশ। আমার কাছে মাদকদ্রব্য আছে দাবি করে তল্লাশির নামে গাড়িতে উঠায়। তারপরই শুরু করে নির্যাতন।’

তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলো মাসুদ শিকদার। টাকা না দিলে বেড়িবাঁধে লাশ ফেলে দেওয়ার হুমকি দেন ওই পুলিশ কর্মকর্তা।

রাব্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক ছাত্র।

গোলাম রাব্বীকে নির্যাতনের পর প্রতিবাদের মুখে অভিযুক্ত এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে, অসুস্থ রাব্বী চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।