গোলাপগঞ্জে বিএনপি সভাপতির বাড়িতে ডাকাতি, ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট
ডেস্ক রিপোর্টঃ গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাসিরুল হক শাহিনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের মাল লুটে নিয়ে গেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নাসিরুল হক শাহিন লক্ষনাবন্ধ ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান।
জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে ১০/১২ জনের ডাকাত দরজা ভেঙ্গে প্রবেশ করে শাহিনের বাসায়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে সবার হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা নগদ ৭ হাজার আমেরিকান ডলারসহ ৭ লাখ ৫৫ হাজার টাকা ও ২টি মেবাইল ফোন সেট নিয়ে যায়।
ডাকাতরা চলে যাওয়ার পর বিএনপি নেতা নাসিরুল হক শাহিন গোলাপগঞ্জ থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।