গোলাপগঞ্জে এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, আটক ২
ডেস্ক রিপোর্টঃ সিলেটের গোলাপগঞ্জে এনএসআই পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন দুই যুবক। মঙ্গলবার বিকাল ৪টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোলাপগঞ্জ পৌরসভার দক্ষিণ কানিশাইল গ্রামের তাজিম আলীর ছেলে সেলিম আহমদ (৩৫) ও একই উপজেলার এতিমগঞ্জ গ্রামের বাসিন্দা এনাম উদ্দিনের ছেলে এমাদ উদ্দিন (৩৮)।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী আটকের বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান, সেলিম ও এমাদ দীর্ঘ দিন থেকে গোলাপগঞ্জে এনএসআই পরিচয়ে ঘুরে বেড়ায়। এমনকি তারা বিভিন্ন এলাকা থেকে এনএসআই পরিচয়ে চাঁদা আদায় করে। সম্প্রতি গোলাপগঞ্জ এলাকার শামীম আহমদ নামের এক ব্যাক্তির কাছে গিয়ে সেলিম ও এমাদ এনএসআই পরিচয় দেয় এবং চাঁদা দাবি করে। শামীম বিষয়টি সিলেট এনএসআই অফিসে অবগত করেন।
এরপর আজ সিলেট এনএসআই অফিসের কর্মকর্তা ও গোলাপগঞ্জ থানা পুলিশ মিলে তাদেরকে আটক করে। এ ব্যাপারে শামীম আহমদ বাদি হয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ওসি শিবলী।