সিলেট কল্যাণ সংস্থা’র ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে প্রথম কর্মী সভা
প্রতিষ্ঠাকাল থেকে সিলেট কল্যাণ সংস্থা যুবদের নিয়ে সামাজিক কার্যক্রমে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ সহ বৃহত্তর সিলেটের বিভিন্ন দাবী আন্তরিকতার সাথে উপস্থাপন করে যাচ্ছে
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র আয়োজনে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে প্রথম কর্মী সভা ও সাধারণ সভায় বক্তারা বলেন, ৫ মে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়া সিলেট কল্যাণ সংস্থা সর্বস্তরের যুবসম্প্রদায়কে নিয়ে সামাজিক কার্যক্রমে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ সহ বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন ন্যায্য দাবী আন্তরিকতার সাথে মাঠপর্যায়ে কর্মসূচীর মাধ্যমে ধারাবাহিকভাবে উপস্থাপন করে যাচ্ছে। বক্তারা বলেন, সিলেট কল্যাণ সংস্থা জন্মলগ্ন থেকে যুবদের মধ্যে দেশপ্রেম, শিষ্টাচার, মূল্যবোধ, সংগঠক, আত্মকর্মী, আত্মনির্ভরশীল ব্যক্তি হিসাবে উপস্থাপন সহ সামাজিক অঙ্গনে বলিষ্ঠ সৃষ্টিশীল যুব সমাজ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। বক্তারা আরো বলেন, সর্বমহলের সহযোগিতা সিলেট কল্যাণ সংস্থার প্রতি প্রসারিত হলে সংস্থার কার্যক্রম আরো বেগবান হবে। পাশাপাশি সংস্থা আয়োজিত বিভিন্ন ন্যায্য দাবী উপস্থাপনের কর্মসূচীতে সর্বস্তরের জনসাধারনের সম্পৃক্ততা প্রথম কর্মী সভা থেকে বিশেষভাবে কামনা করা হয়। ১০ জানুয়ারী ২০১৬ রবিবার সন্ধ্যা সাড়ে ৫টায় নগরীর জিন্দাবাজারস্থ প্রীতিরাজ রেষ্টুরেন্টের ৩য় তলার সেমিনার হলে সিলেট কল্যাণ সংস্থার প্রথম কর্মী সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সভাপতি ও বাংলাদেশ কেটারার এসোসিয়েশন, নর্থ লন্ডন এর ট্রেজারার মোঃ আখতার হোসাইন, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোঃ আবুবকর সিদ্দিক চৌধুরী আজমল, মাসিক শাহজালাল’র সম্পাদক রুহুল ফারুক, সিলেট দোয়ারা বাজার থানা কল্যাণ সমিতির সাবেক সভাপতি এম.এ রহিম, দৈনিক প্রভাতবেলার বার্তা সম্পাদক চৌধুরী আমীরুল হোসেন, মেডিকেল কলেজ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা রুহুল আমীন, সেবা পলি কিনিকের পরিচালক আব্দুল কাইয়ূম বিলু, প্রতিষ্ঠাতা সদস্য ও ডিএমটি সেফওয়ে হাসপাতালের পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র সাংগঠনিক সচিব মোঃ জাকারিয়া ইমরুল, প্রচার সচিব মোঃ শিপন খান, যুগ্ম প্রচার সচিব জাহেদুল ইসলাম জাফর, জিন্দাবাজার ব্যবসায়ী ফোরাম’র দপ্তর সম্পাদক স্বপন মোদক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০এ জাতীয় যুব পুরস্কার ‘‘শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত” সিলেট কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে অন্যতম সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন অন্যতম সদস্য মোঃ নাজমুল হুসাইন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া। কর্মী সভায় সাংগঠনিক অবস্থান উপস্থাপন করে বক্তব্য রাখেন এ.কে কামাল হোসেন, হুমায়ুন রশিদ চৌধুরী, মোঃ এমদাদুল হক চৌধুরী মামুন, গাজী আলমগীর হোসাইন, মোঃ আলিম উদ্দিন, মোহাম্মদ আখলু মিয়া, মোঃ আনোয়ার হোসেন, মাওলানা আব্দুর রহমান সাজু, মানিক চন্দ্র সরকার। প্রথম কর্মী সভা ও সাধারণ সভায় সংস্থার অন্যতম উপদেষ্টা মরহুম ফারুক আহমদ লস্কর সাহেবের রুহের মাগফিরাত কামনা, উপদেষ্টা মহানগর ন্যাপ’র সভাপতি মোঃ ইসহাক আলী সাহেবের সুস্থতা কামনা, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের পিতা দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মোঃ ফজলুল হক তানু মিয়া ও মাতা মোছাম্মৎ হামিদা খানমের সুস্থ্যতা কামনা সহ দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মধুশহীদ (রহ) মাদ্রাসার শিক্ষক ও মেডিকেল কলেজ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা রুহুল আমীন। কর্মী সভা ও সাধারণ সভায় সংস্থার সদস্যবৃন্দদের মধ্য থেকে শতাধিক আন্তরিক সহযোদ্ধা অংশগ্রহণ করেন।