সিলেটে মঈন উদ্দিন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড
ডেস্ক রিপোর্টঃ নগরীর শাহজালাল ব্রিজের দক্ষিণ প্রান্তে মঈন উদ্দিন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। গত রোববার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ আকবর হোসেন মৃধা এই রায় ঘোষনা করেন। উল্লেখ্য, ২০০৫ সালের ৫ ডিসেম্বর রাত ৮টার দিকে শাহজালাল ব্রিজের দক্ষিণ প্রান্তে দুটি মটর সাইকেল যোগে আসা ৫ ঘাতক গোলাপগঞ্জ উপজেলার রানাপিং শেরপুর খলাগ্রামের হাজী কুদরত উল্লাহ’র ছেলে মঈন উদ্দিন কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়, রানাপিং শেরপুর খলাগ্রামের মৃত রহিম উল্লাহ’র ছেলে নিজাম উদ্দিন, রফিক উদ্দিন, মৃত শামসুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন, জমির আলীর ছেলে মোঃ আসাদ, দক্ষিণ সুরমা খিদিরপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে মোঃ বাবুল মিয়া। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তারা নির্মমভাবে ছুরিকাঘাত করে মঈন উদ্দিনকে গুরুতর আহত করে। এ অবস্থায় স্থানীয় লোকজন মঈন উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৫৫ মিনিটে মঈন উদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ অবস্থায় খুন হওয়া মঈন উদ্দিনের ভাই মনির উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং জিআর ১২৫০/০৫)। পরবর্তীতে মামলাটি বদলী হয়ে মহানগর দায়রা জজ আদালতে চলে যায়। (দায়রা ৩০৪/১৩)। মামলার দীর্ঘ শুনানী শেষে গত ১০ জানুয়ারী রোববার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ আকবর হোসেন মৃধা ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ঘাতক নিজাম উদ্দিন মাষ্টার, মোঃ রফিক উদ্দিন ও বাবুল মিয়া। অপর আসামী আসাদ ও আনোয়ারকে খালাস প্রদান করেন আদালত। আদালতের রায় ঘোষনার পর খুন হওয়া মঈনুদ্দিনের গ্রামের মানুষ সস্তি প্রকাশ করেছেন। খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির রায় হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। আবাল বৃদ্ধ বনিতা এই নৃশংস হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খুনিদের বিরুদ্ধে যাবজ্জীবন শাস্তির রায় হওয়ায় উল্লাস প্রকাশ করেন। মঈন উদ্দিনের পরিবার ও গ্রামবাসী পলাতক যাবজ্জীবন সাজা প্রাপ্ত উক্ত ৩ আসামীকে দ্রুত গ্রেফতার করে শাস্তি কার্যকর করার জন্য বিনীত আহ্বান জানান। মঈন উদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মঈন উদ্দিনের চাচাতো ভাইরা এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটায়। হত্যাকান্ডের পর দিন মঈন উদ্দিনের ভাই মনির উদ্দিন মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে দীর্ঘ শুনানী শেষে রোববার আদালত রায় ঘোষনা করেন। উক্ত মামলা পরিচালনায় বাদী পক্ষে ছিলেন এড. স্বপন কুমার দেব, সরকারী পিপি এড.মফুর আলী।