ফাঁসির আসামি ধরেছে র‌্যাব, ছেড়েছে পুলিশ!

Ashraf aka anwar chowdhuryডেস্ক রিপোর্টঃ  চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ফাঁসির দ-প্রাপ্ত এক আসামিকে র‌্যাব গ্রেফতার করলেও পুলিশের কাছে হস্তান্তরের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।পুলিশের দাবি র‌্যাব কর্তৃক গ্রেফতারকৃত আসামি প্রকৃত ফাঁসির আসামি নয়। মূল দ-প্রাপ্ত আসামির সঙ্গে নাম-ঠিকানার অমিল থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।তবে র‌্যাব বলেছে, আমরা নিশ্চিত হয়েই বিমানবন্দর থেকে ওই আসামিকে গ্রেফতার করেছিলাম। আলোচিত এই আসামির নাম আনোয়ার আশরাফ প্রকাশ আনোয়ার চৌধুরী (৪০)।রোববার সকাল সাড়ে ১০টার দিকে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরার পথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনোয়ার চৌধুরীকে গ্রেফতার করে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল।র‌্যাবের দাবি আনোয়ার চৌধুরী ফটিকছড়ি উপজেলার বিমা কর্মকর্তা নুর খালেক মাস্টার হত্যা মামলার ফাঁসির দ-প্রাপ্ত আসামি। গ্রেফতারের পর এই আসামিকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সর্বশেষ সোমবার দুপুরে ফটিকছড়ি থানা পুলিশ যাচাই-বাছাই শেষে ধৃত ব্যক্তি প্রকৃত ফাঁসির দ-প্রাপ্ত আসামি নয় উল্লেখ করে তাকে থানা থেকে মুক্তি দেয়।ফটিকছড়ি থানার ওসি মফিজ উদ্দিন জানান, ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি মনে করে র‌্যাব আনোয়ার আশরাফ নামে একজনকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছিল। সোমবার ব্যাপক যাচাই-বাছাই শেষে এই ধৃত ব্যক্তির সঙ্গে প্রকৃত ফাঁসির দ-প্রাপ্ত আসামির নাম-ঠিকানার কোনো মিল না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।চট্টগ্রাম র‌্যাব-৭ এর উপপরিচালক স্কোয়াডন লিডার সাফায়েত জামিল ফাহিম জানান, আমরা র‌্যাব-১ এর মাধ্যমে তথ্য পেয়ে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফাঁসির দ-প্রাপ্ত আসামি হিসেবে আনোয়ার চৌধুরীকে গ্রেফতার করেছিলাম।ভিকটিমের পরিবারও এই আসামিকে তাদের হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত আসামি হিসেবে শনাক্ত করেছিল। কিন্তু এর পরও পুলিশ কেন তাকে ছেড়ে দিল এ বিষয়ে পুলিশই ভাল বলতে পারবে।