মুখ না ঢাকলে কি পর্দা হবে না? (ভিডিও সহ)
ডেস্ক রিপোর্টঃ জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ১৭৭৪তম পর্বে চিঠির মাধ্যমে পর্দা সম্পর্কে জানতে চেয়েছেন ঢাকার বাড্ডা থেকে আয়শা খাতুন। অনুলিখনে সজীব খান।
প্রশ্ন : পর্দার ব্যাপারে যে ছয়টি শর্ত আছে তার মধ্যে একটি হলো হাতের কব্জি ও মুখমণ্ডল ছাড়া সব অঙ্গ ঢেকে রাখা। আমি যদি মুখমণ্ডল না ঢাকি, তাহলে কি আমার পর্দা হবে না? এতে কি পাপ হবে?
উত্তর : পর্দা হবে না, তা আমরা বলছি না। পর্দা হবে না—এ কথা বলার বিষয় না। এ মাসালার মধ্যে দ্বিমত আছে। কিন্তু উত্তম হচ্ছে আপনাকে ঢেকে রাখা। তাহলে আপনি নিজেও পর্দায় থাকলেন। কিন্তু অন্যরাও আপনার মাধ্যমে ফেতনায় পরিণত হলো না।