বারাকা পাওয়ার লিমিটেড এর ৮ম বার্ষিক সাধারন সভা
নিরবিচ্ছিন্নভাবে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করে বারাকা দেশের উন্নয়নে সহযোগী হিসাবে কাজ করছে
বারাকা পাওয়ার লিমিটেড আন্তজাতিক ও সফল প্রতিষ্ঠান হিসাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। বারাকা ফেঞ্চুগঞ্জে ৫১ মেগাওয়াট ও পতেঙ্গা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পুর্ন কর্মক্ষম ও লাভজনক প্রতিষ্ঠান হিসাবে চালু রয়েছে। নিরবিচ্ছিন্ন ভাবে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করে দেশের উন্নয়নে সহযোগী হিসাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আরো ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কার্য্যক্রম প্রক্রিয়াধীন আছে। তাছাড়া আগামী ১০ বছরে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কর্ম প্ররিকল্পনা নেয়া হয়েছে। ব্যবসায়ী সফলতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এরই ধারাবাহিকতায়, বারাকা এপোরেলস লি: তৈরী পোষাক শিল্পে বিনিয়োগ করতে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বারাকা পাওয়ার লি: ৮ ম বার্ষিক সাধারন সভা নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে বারাকা পাওয়ার লি: এর চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় বিভিন্ন বিষয়ে পরিচালক ও শেয়ার হোল্ডারবৃন্দ আলোচনায় অংশ নেন। পরে ধন্যবাদ বক্তব্য রাখেন বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী। বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী তার বক্তব্যে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের তাদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ প্রদান করেন।