শিখা অনির্বাণ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
স্পোর্টস ডেস্কঃ ২য় শিখা অনির্বাণ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শিখা অনির্বাণ সমাজকল্যাণ যুবসংঘ, মোল্লাপাড়া সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। মুন্না আহমদ আকাশের সভাপতিত্বে ও রুকন আহমদের পরিচালনায় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ।
বিশেষ অতিথি ছিলেন- সাবেক মহিলা কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইকবাল আহমদ শিশির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল কাশেম, সুজন আহমদ, আব্দুল মনাফ, শাহানুর আলম, সংগঠনের সহ-সভাপতি মো. পারভেজ আহমদ, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, প্রচার সম্পাদক মো. ফরহাদ আহমদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ আহমদ কাব্য, সহ-সাংস্কৃতিক সম্পাদক সবুর আহমদ শুভ, সেলিম আহমদ, পাপ্পু আহমদ, আফজল আহমদ, উজ্জ্বল আহমদ, এলাকার মুরব্বি সামছুদ্দোহা সামছু, বেলাল আহমদ, শাহ আলম, জয়নাল আহমদ, সাজ্জাদুর রহমান, মো. করিম, শিক্ষক কাশেম আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এনামুল হক।