আর নির্বাচনের প্রয়োজন নেই, শুধু গেজেট প্রকাশ করলেই চলবে : কর্নেল অলি

Colonel Oliএলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগের অধীনে সৎ, যোগ্য প্রার্থীর বিজয়ী হওয়ার সুযোগ নেই। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আর কোনো নির্বাচনের প্রয়োজন নেই। শুধু গেজেট প্রকাশ করে তাদের (আওয়ামী লীগ সমর্থিত) প্রার্থীদের বিজয়ী দেখিয়ে গেজেট প্রকাশ করলেই চলবে।
এলডিপির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী ও এলডিপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
তিনি আরো বলেন, ‘এই সরকারের অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই প্রহসনের নির্বাচনের জন্য বর্তমান সরকার, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের মাসুল দিতে হবে।’
অলি আহমদ অভিযোগ করে বলেন, চট্টগ্রামের চন্দনাইশ পৌর নির্বাচনে ১৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩টি ভোটকেন্দ্রেই আগের রাতে ভোট শেষ হয়ে যায়। বাকি তিনটি ভোট কেন্দ্র আওয়ামী সন্ত্রাসীরা দখল করে নেয়।
রিটার্নিং ও পোলিং এজেন্টদের চাকরির ভয় দেখিয়ে এ কাজ করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ।