বড়লেখায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ
ডেস্ক রিপোর্টঃ বড়লেখা পৌরসভায় ৯টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র থেকে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ উঠেছে।
বিগত পৌর নির্বাচনের বিজয়ী প্রার্থীর নিকটতম প্রার্থী জামায়াত সমর্থিক স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদ বলেন, ‘নানা অজুহাত দেখিয়ে পরিকল্পিতভাবে ভোট কেন্দ্র দখলের লক্ষে ৯টির মধ্যে ৩টি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়ে। এতে সুষ্ঠু ভোট নিয়ে আমার মনে শংকা জাগছে।’
পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও বড়লেখার ইউএনও এস এম আব্দুল্লাাহ আল মামুন জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।