সীতাকুন্ডে ভোটকেন্দ্র দখল, মেয়র প্রার্থীর উপর হামলা
ডেস্ক রিপোর্টঃ ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই সীতাকুন্ডের ভোটকেন্দ্রগুলোর দখল নিয়েছে বহিরাগত আওয়ামী লীগ কর্মীরা। বের করে দেয়া হয়েছে বিএনপির এজেন্টদের। ভোটারদের প্রবেশেও বাধা দেয়া হচ্ছে। জানাগেছে, ভোটকেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হওয়ার পর সকাল সাড়ে ৮টার মধ্যে শীতাকুন্ডের ১৩টি ভোট কেন্দ্রের প্রায় সবকটি দখল করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বহিরাগত যুবলীগ কর্মীরা কেন্দ্রগুলোতে ভোটারদের প্রবেশে বাধা দেয়। এর মধ্যে পন্ডিত চিলা কেন্দ্র দখলে বাধা দিতে গেলে বিএনপির মেয়র প্রার্থী সৈয়দ আবুল মনছুর ও নিজাম উদ্দিন (৩০) নামে এক ভোটারকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে পুলিশ একই কেন্দ্রের বিএনপির মহিলা এজেন্ট ইসমত আরাকে কেন্দ্র থেকে বের করে দেয় বলে অভিযোগ পাওয়া যায়। সরকার দলীয় নেতাকর্মীরা পৌরসভার নুনা চড়া, গালর্স স্কুলকেন্দ্রসহ অন্যান্য কেন্দ্রগুলো দখল করে ভোটারদের প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।