রাত থেকেই সাভারে ‘শান্তিপূর্ণভাবে’ ভোটগ্রহণ শুরু !
ডেস্ক রিপোর্টঃ ৩০ ডিসেম্বর সারা দেশে দুই শতাধিক পৌরসভায় নির্বাচনের তারিখ ঠিক করেছিল নির্বাচন কমিশন। কমিশনের ‘শান্তিপূর্ণ’ ভোটগ্রহণের নির্দেশনাকে পুরোপুরি বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
‘শান্তিপূর্ণভাবে’ ভোট গ্রহণের লক্ষ্যে তাই সকাল ৮টা পর্যন্ত অপেক্ষা না করে ঘড়ির কাটায় রাত ১২টা বাজার পরপরই বিভিন্ন স্থানে ভোটগ্রহণ শুরু করেছেন সরকারদরীয় নেতাকর্মীরা।
রাত ৯টা থেকে ঢাকার অদূরে সাভারে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করেন আওয়ামী লীগের লোকজন। সাভারের একটি ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার চেষ্টা করেছে একদল সন্ত্রাসী।
মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার রাজাসন এলাকার আল-হেরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহ আলম জানান।
পরে র্যাব ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় বলে জানান তিনি। শাহ আলম বলেন, “কেন্দ্রটি রিমোট এরিয়ায় হওয়ায় দুর্বৃত্তরা এটি দখল করে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করছিল। এ সময় অতিরিক্ত র্যাব, বিজিবি ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।”