আতঙ্ক আর শঙ্কা নিয়েই ২৩৪টি পৌরসভায় ভোট শুরু
ডেস্ক রিপোর্টঃ আতঙ্ক আর শঙ্কা নিয়েই সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। দেশের ২৩৪টি পৌরসভায় এ ভোট হচ্ছে। এরমাধ্যমে দীর্ঘ সাত বছর পর ভোটের লড়াই শুরু হয়েছে নৌকা এবং ধানের শীষের মধ্যে। তবে এরআগেই দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিলমারার খবর পাওয়া গেছে। সিলমারাকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষ হয়েছে বেশ কয়েকটিস্থানে। সাভারের রাজাসন, ঝালকাঠির নলছিটি, কিশোরগঞ্জের বাজিতপুর, রাজশাহীর কাটাখালি পৌর এলাকায় সংঘর্ষ, ধাওয়া-পালটা, ককটেল বিস্ফোরণ ও এক যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা হয়েছে। কালকিনিতে দুটি ভোট কেন্দ্রে নৌকায় সিলমারা ১১শ ৩টি ব্যালট জব্দ করা হয়েছে। কুমিল্লার বরুড়া থেকেও ব্যালট পেপার ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
এ নির্বাচনে ২০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এসব পৌরসভায় মোট ভোটার রয়েছে ৭০ লাখ ৯৯ হাজার ১৪৪। মেয়র পদে ৯৪৪, সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৪৮০ ও কাউন্সিলর পদে ৮ হাজার ৭৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগের ২৩৪ ও বিএনপির ২২৩ জন মেয়র প্রার্থী রয়েছে। আর নারী মেয়র প্রার্থী ২০ জন ভোটে রয়েছেন। অবশ্য ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে ৭ ও কাউন্সিলর পদে ৯৪ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচিত হয়েছেন।